ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডাসারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ২৫, ২০২৩
ডাসারে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে আরিফুল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার  (২৫ মে) দুপুরের দিকে উপজেলার পশ্চিম মাইজপারা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আরিফুল উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের  জাহিদুল মাতুব্বরের ছেলে।  

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির উঠানে খেলছিল আরিফুল। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে বাড়ির বাইরে গেলে পাশের পুকুরে পড়ে যায় সে। কিছু সময় পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।