ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে গাড়ি খাদে পড়ে স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
গাংনীতে গাড়ি খাদে পড়ে স্কুলছাত্র নিহত

মেহেরপুর: শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ি উল্টে শাহাজাদ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টার দিকে বাওট-মহাম্মদপুর রাস্তার মটমুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহাজাদ গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের মালথীপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও চরগোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শাজাহান বলেন, শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়িতে করে ইট আনতে যাচ্ছিল শাহাজাদ। পথে টায়ার পাংচার হয়ে গাড়িটি খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শাহাজাদের বাবা আব্দুর রাজ্জাক বলেন, আমার ছেলে স্কুলে পড়ে। আজকেই প্রথম সে একা গাড়িতে ইট আনতে মহাম্মদপুর ভাটাতে যাচ্ছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।