ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বজ্রপাতে ২ শিশু-কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, মে ২১, ২০২৩
ময়মনসিংহে বজ্রপাতে ২ শিশু-কিশোরের মৃত্যু ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও ও ত্রিশাল উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।

রোববার (২১ মে) সন্ধ্যার দিকে গফরগাঁওয়ের নিগুয়ারি তল্রী গ্রামে এবং ত্রিশালের কানিহরি কোটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলো- তল্লী গ্রামের জহির উদ্দিনের ছেলে আসিফ (১৫) ও ত্রিশালের কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামের আবুল ফরাজীর ছোট ছেলে জুনায়েদ (৯)।

আহত দুই শিশুর নাম জানা যায়নি।

নিগুয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজউদ্দীন আহমদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করার সময় বজ্রপাতে কিশোর আসিফ ঘটনাস্থলে মারা যায়। একই সময়ে ত্রিশালে কোটপাড়া গ্রামে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুই শিশু।

আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ত্রিশালের কানিহরি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মণ্ডল।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।