ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দুরকানীতে বাবা শ্রেষ্ঠ শিক্ষক, মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
ইন্দুরকানীতে বাবা শ্রেষ্ঠ শিক্ষক, মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী বাবা খান মো. নাসির উদ্দিন ও মেয়ে নাজিয়া নওরীন

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা শ্রেষ্ঠ শিক্ষক আর মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।    

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ইন্দুরকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও সংবাদকর্মী খান মো. নাসির উদ্দিন উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

আর একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে তারই মেয়ে উপজেলা সদরের সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নাজিয়া নওরীন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর ইন্দুরকানী উপজেলার বিচারক প্যানেল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম, কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের ও একাডেমিক সুপারভাইজার অশোক রায় যাচাই বাচাই শেষে এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, খান মো. নাসির উদ্দিন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি। এছাড়াও গত বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশিত ওই ফলাফলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) মো. আরিফুজ্জামান, (কলেজ) মো. মাসুদুজ্জামান। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সাবেরা সুলতানা (বিদ্যালয়), শরীফ সুলতান মাহমুদ (মাদরাসা), সঞ্জিত কুমার সাহা (কলেজ)। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, (মাদরাসা) চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসা এবং (কলেজ) ইন্দুরকানী সরকারি কলেজ নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।