ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কারখানার বর্জ্যে মরে ভেসে উঠছে ফুলজোড় নদীর মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
কারখানার বর্জ্যে মরে ভেসে উঠছে ফুলজোড় নদীর মাছ

সিরাজগঞ্জ: কলকারখানার বিষাক্ত বর্জ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে ফুলজোড় নদীর পানি। এতে মাছসহ বিভিন্ন প্রকার জলজ প্রাণি মরে ভেসে উঠছে।

 

শনিবার (২০ মে) বিকেলে ফুলজোড় নদীর ধানগড়া এলাকায় গিয়ে দেখা যায় নদীর মাছসহ অসংখ্য জলজ প্রাণি মরে ভেসে উঠেছে।  

স্থানীয়রা জানান, ফুলজোড় নদীর উজান দিকে বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন শিল্পকারখানা স্থাপন করা হয়েছে। ওইসব কারখানার বিষাক্ত বর্জ্য এ নদীতেই ফেলা হচ্ছে। ফলে নদীর পানি মারাত্মক দূষিত হয়ে নদীর মাছ, ঝিনুক, শামুকসহ জলজ প্রাণি মরে ভেসে উঠছে।  

এদিকে দূষণের ফলে মানুষ গোসল করতে পারছে না ফুলজোড় নদীতে। সেই সঙ্গে গবাদি পশুগুলোকেও গোসল করাতে পারছে না।  

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক দীপক কুমার কর বলেন, কারখানার বিষাক্ত বর্জ্যে মারাত্মক দূষণের শিকার হচ্ছে ফুলজোড়। দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।  

রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমান ফুলজোড় নদীতে মাছ ও জলজপ্রাণি মরে যাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।