ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে পুলিশের অভিযানে বিএনপির ৩১ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ১৯, ২০২৩
জামালপুরে পুলিশের অভিযানে বিএনপির ৩১ নেতাকর্মী আটক

জামালপুর: জামালপুরের বিভিন্ন নাশকতা মামলায় ৩ থানায় বিএনপির ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) জামালপুর পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহামেদ এ তথ্য নিশ্চিত করেছন।

আটকদের তাৎক্ষনিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহামেদ জানান, গত ২৪ ঘণ্টায় জামালপুর সদর থানায় ১৫ জন, সরিষাবাড়ীতে ৭ জন ও বকশীগঞ্জ থানায় ৯ জনকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতা করার অভিযোগ আছে। দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে গ্রেফতার অভিযান অব্যহত থাকবে এবং এ সংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।