ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতার ম‌নোনয়ন বা‌তিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতার ম‌নোনয়ন বা‌তিল বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্না

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিলকারী মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নার মনোনয়ন বাতিল করা হয়েছে। তার অনুসারী দুইজনেরও মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঋণখেলাপি, তথ্য গরমিল ও সশরীরে মনোনয়ন দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

বৃহস্পিতবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

রইজ আহমেদ মান্না ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। এছাড়া সদ্য বিলুপ্ত ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।

মান্না ছাড়াও ওই ওয়ার্ডের মনোনয়ন দাখিলকারী মুন্না হাওলাদার ও ইমরান হোসেন সজিবের মনোনয়নও বাতিল করা হয়েছে। এরা দুইজনও রইজ আহমেদ মান্নার ভাই ও তার অনুসারী।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের মামলায় ১৩ সহযোগীসহ কারাগারে আছেন মান্না।

গত ০৪ মে রাত পৌনে একটার দিকে বরিশাল নগরের জানুকিং সিংহ রোডের ভূঁইয়া বাড়ির কাছে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের পথ আটকে তাদের বুকে-পেটে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন রইস আহম্মেদ মান্না ও তার অনুসারীরা।

এ অবিষয়ে থানায় লিখিত অভিযোগ (জিডি) দেন মো. সোহাগ নামে স্থানীয় এক ছাত্রলীগ কর্মী।

অভিযোগে মান্না ও তার ভাই রিসাদ আহমেদ নাদিকসহ ১৭ জন নামধারী এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের কথা উল্লেখ করা হয়।  

আরও পড়ুন >> আ.লীগের মেয়রপ্রার্থীর কর্মীদের পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার! 

বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ আটক ১০

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।