ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগামীতে আরও নতুন চ্যালেঞ্জ আসবে: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
আগামীতে আরও নতুন চ্যালেঞ্জ আসবে: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: আগামীতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে উল্লেখ করে সেই চ্যালেঞ্জের মোকাবিলায় পুলিশকে সচেষ্ট থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের প্রথম দিনের তৃতীয় ও শেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করছে। আপনারা অগ্নিসন্ত্রাস, জঙ্গি হামলার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষ আপনাদেরকে নিয়ে গর্ব করে।

তিনি বলেন, আগামীতে আপনাদের সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে।

এ সময় জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদেরকে নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। মামলা তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে বর্তমানে ৯৫ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। পুলিশ ২০১৩, ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস ররও প্রস্তুত রয়েছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মো. মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।