ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু: মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু: মন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (মাঝখানে)

কক্সবাজার: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এ বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই ঢাকার সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ শুরু হবে। প্রকল্পের ৮৪ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

বাকি কাজও দ্রুত শেষ করা হবে।

মঙ্গলবার (১৬ মে) ঝিলংজায় দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, এই রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এটি চালু হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন নুরুল ইসলাম সুজন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।