ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাজেট অধিবেশন ৩১ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
বাজেট অধিবেশন ৩১ মে

ঢাকা: আগামী ৩১ মে একাদশ জাতীয় সংসদের ২৩তম বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

রোববার (১৪ মে) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সংসদের এ অধিবেশনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। এটি হবে একাদশ সংসদের শেষ বাজেট অধিবেশন। আগামী ১ জুন ২০২৩-২০২৪ অর্থবছরের এ বাজেট উত্থাপন করা হতে পারে বলেও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সূত্রে আরও জানা যায়, আগামী ২৫ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার কথা রয়েছে। তবে অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব কর্মসূচির তারিখ নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৩১ মে (বুধবার) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩ সালের বাজেট অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।