ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া সাঁটিয়াবাড়ী ডার্ড কম্পোজিট কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করছে।

শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, ডার্ড কম্পোজিট কারখানার শ্রমিকদের গত ৩ মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বার বার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তা দিচ্ছে না। এক পর্যায়ে শ্রমিকরা বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ কারণে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

এছাড়া শ্রমিকরা ওই কারখানার জানালার কিছু গ্লাস ভাঙচুর করেছে। সর্বশেষে বিকেল ৪টা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।