ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাড়ি ছাড়া মা-মেয়ে

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাড়ি ছাড়া মা-মেয়ে

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়ার গ্রামের বাসিন্দা বৃদ্ধা মোকছেদা বেওয়া (৬০) ও তার মেয়ে রিতা পারভীন মাদকাসক্ত যুবক আনোয়ার হোসেন মিলনের অত্যাচারে বাড়িতে টিকতে পারছেন না।  

রোয়ার গ্রামের মৃত আব্দুর রহিম সরদার ছিন্নার ছেলে আনোয়ার হোসেন মিলন।

বৃদ্ধা মা মোকছেদা বেওয়া ও রিতার ছোট ভাই।

জানা গেছে, আনোয়ার হোসেন মিলন একজন মাদকাসক্ত। মাদকে আসক্ত হয়ে মা মোকছেদা বেওয়া ও বড় বোন রিতা পারভীনকে মারপিটসহ নানাভাবে অত্যাচার করে আসছেন। এরই ধারাবাহিকতায় বাবার সবটুকু সম্পত্তি থেকে বঞ্চিত করে মা ও বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আবার মায়ের নামে থাকা কিছু জমি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টায় প্রায় দিনই অমানুষিক নির্যাতনের শিকার হচ্ছেন বৃদ্ধ মা ও স্বামী পরিত্যাক্তা বড় বোন।  

এসব বিষয়ে আক্কেলপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একাধিক বার লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুফল পাননি এই অসহায় মা-মেয়ে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় নিজ গৃহ ছেড়ে আক্কেলপুর উপজেলা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মিলন জানান, আমি মাদকাসক্ত হলে সংসার পরিচালনা করতে পারতাম না। উপরন্তু অমার বাবার কাছ থেকে পাওয়া ৭ শতাংশ জমিতে মা ভাগ চাওয়ায় মাঝে মধ্যে পারিবারিক ঝামেলা হয়ে থাকে।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক শনিবার (১৩ মে) দুপুরে মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আপনি ওই অভিযুক্ত মা-মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেন। বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।