ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
শেরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মার্চ)  সকাল ১০টায় উপজেলা সদরের মহারশী নদীর ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো ব্রিজপাড় মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৮) ও নুরুল ইসলামের ছেলে মহিবুল্যাহ (৮)। তারা দুইজন খালাতো ভাই বোন ও মাদরাসা শিক্ষার্থী।  

মৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা বন্ধ থাকায় ওই দুই শিক্ষার্থী সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে মহারশী নদীর পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।