ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মে ১১, ২০২৩
ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার ছবি: সংগৃহীত

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় মাদক কারাবারে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ মে) বিকেলে উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোস্তাফিজ বিল্লাহ হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সুনামগঞ্জের ইদুরকোনা গ্রামের সামছুল হকের ছেলে তিনি।

অন্য চারজন হলেন - বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামের মুখলেছুর রহমান অপু, সালমান মিয়া, সামছুল হক এবং নুরুল হক।

এসআই মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।