ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুপারি বাগানে মিলল তরকারি ব্যবসায়ীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ১০, ২০২৩
সুপারি বাগানে মিলল তরকারি ব্যবসায়ীর মরদেহ ফাইল ফটো

পিরোজপুর: পিরোজপুরের সদর উপজেলার চুঙ্গাপাশায় মো. শাহ আলম শেখ (৭০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে)  রাত ৮টার দিকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় মৃত আব্দুল আলী শেখের ছেলের।

ওই এলাকার গোলাম রসুল জানান, ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা ওই এলাকার সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির বাড়ি সংলগ্ন স্থানীয় প্রাম পুলিশ (চৌকিদার) নিক্সনের  সুপারি বাগানের ভেতর ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি পেশায় একজন কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য স্থানীয় মো. নাছির হায়দার জানান, ওই বৃদ্ধ পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় ছিলেন বলে শুনেছি। তার ছেলেরা মাদকাসক্ত ও তার স্ত্রী কাছে না থাকাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করছেন বলে শুনেছি।

পিরোজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনই তেমন কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।