ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. হারুন

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মো. হারুনকে (৪০) নামে এক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাব-১১, সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

 

এরআগে, রোববার (৭ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. হারুনকে উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মোহাম্মদ অজি উল্লার ছেলে।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হারুনের নামে একাধিক খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ ১৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি সে।

গ্রেফতার এড়াতে এ আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৭ মে) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।