ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্মার্ট রাঙামাটি গড়তে সুপরিকল্পনা প্রয়োজন: ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ২, ২০২৩
স্মার্ট রাঙামাটি গড়তে সুপরিকল্পনা প্রয়োজন: ডিসি

রাঙামাটি: স্মার্ট রাঙামাটি গড়তে সুপরিকল্পনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।  

মঙ্গলবার (২ মে) বিকেলে জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, আমাদের নতুন নতুন আইডিয়া তৈরি করতে হবে। কিভাবে রাঙামাটিতে স্মার্টভাবে গড়ে তোলা যায়। ডিসি এসময় পরিকল্পনাকারীদের আরও নতুন নতুন আইডিয়া জমা দিতে আহ্বান জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ এমরান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, পর্যটন করপোরেশনের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় স্মার্ট রাঙামাটি গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন সভায় আগত পরিকল্পনাকারীরা।

বাংলাদেশ সময়: ১৮ ৪৭ ঘণ্টা, মে ২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।