ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বসতঘরে পড়েছিল নারীর অর্ধগলিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মে ২, ২০২৩
বসতঘরে পড়েছিল নারীর অর্ধগলিত মরদেহ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে বসতঘরের ভেতর থেকে কুলছুম খাতুন (২৭) নামে এক মানসিক ভারসম্যহীন নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ মে) বিকেলে জীবননগর পৌর এলাকার কোর্টপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কুলছুম জীবননগর পৌর এলাকার কোর্ট পাড়ার মৃত বিল্লাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলের দিকে কুলছুমদের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ায়। পরে ঘরে কুলসুমের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। বিকেলে ওই বাড়ি থেকে কুলসুমের মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, মে ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।