ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত নিহত প্রবাসী মো. শেখ ওয়ারু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া: সৌদি আরবের তাইয়্যেবাহ শহরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরেক বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত প্রবাসীর নাম মো. শেখ ওয়ারু মিয়া (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম মাদরাসা পাড়ার মো. উঞ্জুর আলীর ছেলে।  

আহত প্রবাসীর নাম আলমগীর। তার বাড়ি কুমিল্লা জেলায়।  

শেখ ওয়ারু ছিলেন পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে সেই পরিবারে চলছে শোকের মাতম।  

পরিবারের সদস্যরা জানান, নিহত ওয়ারু মিয়া সৌদি আরবের তাইয়্যেবাহ শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। ঘটনার দিন ভোরে তাইয়্যেবাহ শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে অন্যান্য প্রবাসীদের সঙ্গে গল্প করছিলেন ওয়ারু। এসময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওয়ারু মিয়া মারা যান।  

নিহত ওয়ারু মিয়ার ভাতিজা প্রবাসী গিয়াসউদ্দিন বলেন, মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে।  

মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।