ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
মির্জাপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে আব্দুল মান্নান (৫৪) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।  

শনিবার (২৯ এপ্রিল) দিনগত রাতে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুলকি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার কাতুলি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।  

রোববার দুপুরে জামুর্কী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উফুলকি গ্রামের আজিমুদ্দিনের ছেলের গোয়াল থেকে একদল চোর একটি গরু নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করেন। তাদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে চোরের দলকে ধাওয়া করেন। ধাওয়া করে বাড়ির কাছে ফসলের মাঠে গিয়ে জনতা আব্দুল মান্নানকে ধরে ফেলেন। এসময় চোরের দলের বাকি সদস্যরা পালিয়ে যান। পরে আব্দুল মান্নানকে গণপটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।