ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
গৌরনদীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, আজ (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কাসেমাবাদ এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি ওই নারীকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।  

এসআই তমাল আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পিবিআই অফিসে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।