ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, ২ দিন পর মিলল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, ২ দিন পর মিলল মরদেহ ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে দুইদিন ধরে নিখোঁজ থাকা হিমেল আহমেদ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে কক্সবাজার শহরের বাকঁখালী নদী মোহনার নুনিয়ারছড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াকৈরের বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার বেড়াতে এসে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে তিনি স্রোতের টানে ভেসে যান।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, পর্যটক হিমেল আহমেদ সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পর দুইদিনের মাথায় মরদেহ ভেসে আসে। তার মরদেহ নেওয়ার জন্যে স্বজনরা এসেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান, হিমেল আহমেদ ও মোহাম্মদ আরমান নামের তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদায় উঠেন। মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মিলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নামেন এ র্ঘটনার শিকার হন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘন্টা, এপ্রিল ২৭, ২০২৩
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।