ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফসল রক্ষা বাঁধ সংস্কার প্রকল্পে অনিয়মের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, এপ্রিল ২৫, ২০২৩
ফসল রক্ষা বাঁধ সংস্কার প্রকল্পে অনিয়মের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ সংস্কার প্রকল্পের পিআইসি কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের ও ভয়ভীতি দেখিয়ে প্রকল্প সভাপতির বক্তব্য নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় খালিয়াজুরী উপজেলা চত্বরে ফসল রক্ষা বাঁধ সংস্কার কমিটি, খালিয়াজুরীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বিষয়টি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এ মানববন্ধনে।  

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, চাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খালিয়াজুরী প্রেসক্লাব সভাপতি স্বাগত সরকার শুভসহ বিভিন্ন ইউনিয়নের পিআইসি সদস্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।