ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে বাইক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
পিরোজপুরে বাইক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় আহত জাকারিয়া হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।   

শনিবার (২২ এপ্রিল) রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত জাকারিয়া হোসেন উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের মো. কবির হাওলাদারের ছেলে। এর আগে ওই দিন সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঈদের দিন বিকেলে পিরোজপুর সদরের ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় জাকারিয়া। সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে ইন্দুরকানী ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফজিলাতুন্নেসা মুজিব সেতুতে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।