ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মায়ের মন দিয়ে জনগণের সেবা করছি: শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
মায়ের মন দিয়ে জনগণের সেবা করছি: শেখ হাসিনা

ঢাকা: দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মায়ের মন নিয়ে জনগণের সেবা করে যাচ্ছি।

শনিবার (এপ্রিল ২২) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একজন মা যেমন তার সংসার আগলে রাখেন, যেমন তার সংসারের ভালো মন্দ দেখে, সংসারের প্রতিটি মানুষকে সুখী দেখতে চান, উন্নত দেখতে চান- ঠিক সেই মায়ের মন নিয়ে আমি বাংলাদেশের জনগণের সেবা করি। যেন বাংলাদেশের মানুষ সুন্দর জীবন পায়।

তিনি বলেন, আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষ যদি ভালো থাকে, সুন্দর জীবন পায় আমি জানি আমার বাবার আত্মা শান্তি পাবে, আমার মায়ের আত্মা শান্তি পাবে।

শেখ হাসিনা বলেন,  দেশের মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের কল্যাণ করা, ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছি।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আপনারা জানেন, আমার তো কেউ নেই। বাবা-মা, ভাই বোন আমি সব হারিয়েছি। সব হারিয়ে আমি আর আমার ছোট বোন বেঁচে ছিলাম। কাজেই বাংলাদেশের মানুষের প্রতি আমার দায়িত্ব কর্তব্য বোধ আমার বাবার কাছ থেকে শিখেছি।

তিনি বলেন, বাবার যে স্বপ্ন প্রতিটা মানুষ অন্য পাবে, বস্ত্র পাবে, চিকিৎসা পাবে, সুন্দরভাবে জীবন যাপন করবে, বাংলার মানুষের সেই মৌলিক চাহিদা পূরণ করা আমার কাজ। যেহেতু আমি বাবা-মা, ভাই সব হারিয়েছি আমি মনে করি বাংলাদেশের মানুষের মাঝে আমি খুঁজে পাই আমার হারানো বাবা-মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ।

শেখ হাসিনা বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না। আমি নিজে গর্ব বোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। তার স্বপ্ন পূরণ করাই আমার কর্তব্য।

আগামী নির্বাচনে আবারও সুযোগ দেওয়ার আহ্বান

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। আর কৃতজ্ঞতা জানাই দেশের জনগণের প্রতি। তারা আমাদের ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন।

তিনি বলেন, আগামীতেও নির্বাচন হবে, জনগণের কাছে এটাই আমাদের কামনা থাকবে যে উন্নয়নের যে ধারাটা আমরা সূচিত করেছি সেই উন্নয়নশীল দেশ হিসেবে যেন প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারি। ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে সম্পূর্ণ যাত্রা আমরা শুরু করবো। সেই প্রস্তুতিও আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে স্বাধীনতাবিরোধী বা যুদ্ধাপরাধী বা খুনি, ওই গ্রেনেড হামলাকারী বা দুর্নীতিবাজ এরা যদি ক্ষমতায় আসে দেশটাকে আবার ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে। সব অগ্রযাত্রা নষ্ট করে দেবে। সেজন্য দেশের মানুষ সচেতন থাকবেন। আওয়ামী লীগ জনগণের সেবক, আওয়ামী লীগ সরকার জনগণের সেবা করে যাবে।

সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের অগ্রগতি হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ২০০৮ এর নির্বাচনে জামায়াত-বিএনপি ২০ দলীয় জোট পেয়েছিল মাত্র ২৯টি সিট, পরে উপ-নির্বাচনে ১টি সিট। বাকি সিটগুলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট আমরা পেয়েছিলাম। দেশের জনগণ আমাদের উন্নয়নের ফসল হিসেবে তার বার বার ২০১৪ এর নির্বাচন, ২০১৮ এর নির্বাচনে আমাদেরকে ভোট দিয়েছে।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ এ দীর্ঘ সময় ক্ষমতায় গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ আজকে আর্থ-সামাজিকভাবে উন্নতি করতে সক্ষম হয়েছে। এ গণতান্ত্রিক ধারা এবং স্থিতিশীলতা আছে বলেই আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

সাম্প্রতিক আগুনের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই যে হঠাৎ হঠাৎ বার বার আগুন লাগে, এখানে কোনো চক্রান্ত আছে কি না। এটাও ভাবতে হবে। সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমইউএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।