ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
ঝিনাইদহে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

ঝিনাইদহ: ঝিনাইদহের জেলার ৬ উপজেলায় তাপদাহে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের জনজীবনে। কোনোভাবেই কমছেই না তাপমাত্রার পারদ।

উল্টো দিন দিন বাড়ছে গরম আর তাপদাহ। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। এ অবস্থায় বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লীরা।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকায় কয়েক’শ মুসল্লী অংশ নেয়।  

এ নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।