ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলেধরা সন্দেহে ৩৫ বছর বয়সী এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ভাঙ্গার পুখুরিয়ার নাজিরপুর এলাকার খাইরুল মীর নামে এক ব্যক্তির ছেলে রিতাজ মীরকে (০৮) ছেলেধরা এক যুবক নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন গণধোলাই ও পিটিয়ে মারাত্মক জখম করে ওই যুবককে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেধরা সন্দেহ তাকে গণধোলাইয়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে, তার নাম-পরিচয় এখনো জানতে পারিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।