ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল পারাপারে ১৮ এপ্রিল থেকে শিমুলিয়ায় ফেরি সার্ভিস  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
মোটরসাইকেল পারাপারে ১৮ এপ্রিল থেকে শিমুলিয়ায় ফেরি সার্ভিস
 

ঢাকা: ঈদুল ফিতরেও পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় বিকল্প রুট চালু করেছে বিআইডব্লিউটিসি।
 
মোটরসাইকেল পারাপারের জন্য আগামী ১৮ এপ্রিল থেকে শিমুলিয়ায় ফেরি সার্ভিস চালু করবে বিআইডব্লিউটিসি।

 

ওই দিন থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পর পর ফেরি চলাচল করবে।
 
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান রোববার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছেন।
 
এছাড়া ১৮ এপ্রিল বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ঢাকা সদরঘাট (লালকুঠি) ঘাট থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালি-হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদযাত্রা শুরু করবে।
 
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।