ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গরমে অতিষ্ঠ মাদারীপুরের জনজীবন, ফাঁকা রাস্তাঘাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
গরমে অতিষ্ঠ মাদারীপুরের জনজীবন, ফাঁকা রাস্তাঘাট

মাদারীপুর: তীব্র গরমে অতিষ্ট হয়ে উঠেছে মাদারীপুরের জনজীবন। দিনমজুরসহ স্বল্প আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কমই দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপস্থিতি।

রোববার (১৬ এপ্রিল) মাদারীপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩/৪ দিনেও বৃষ্টির সম্ভবনা নেই বলে জানিয়েছে মাদারীপুর আবহাওয়া অফিস।

দৈনন্দিন কাজে ঘরের বাইরে থাকা সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে তারা জানান, গত কয়েকদিন ধরে তীব্র গরম। সকাল ৯টা থেকেই গরমে শরীর পুড়তে শুরু করে। দুপুরের দিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। চোখে-মুখে যেন আগুনের ভাপ এসে লাগে! শুরু হয় জ্বলুনি।

এই তীব্র গরমে ব্যাহত হচ্ছে ভ্যান-রিকশা চালক, দিনমজুর, কৃষকসহ স্বল্প আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

হেমায়েত হোসেন নামের এক ভ্যানচালক বলেন, এতো গরম আগে কখনো পড়েনি। গরমে চোখ-মুখ জ্বালা করে। শরীরও জ্বলে। ঠোট শুকিয়ে ফেটে যায়। এমন গরমের কারণে যাত্রীও কমে গেছে। ভ্যান চালানোও কঠিন হয়ে পড়েছে।

আহসান নামের এক দোকানি বলেন, গরমে অতিষ্ট। গত কয়েকদিন ধরে ঠিকমত বিদ্যুতও থাকে না। সকাল ১০টার পরে বাজার-ঘাটে লোকজন কমে যায়। গরমে রাতেও ঘুম হয় না! সব মিলিয়ে খুবই অশান্তিকর অবস্থা।

এদিকে গরমের তীব্রতা বাড়ায় জেলাজুড়ে চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে। বিক্রি হচ্ছে প্রচুর। চাহিদা বাড়ায় দামও বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের।  

মাদারীপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে তাপমাত্রা অনেক বেড়েছে। রাতে তাপমাত্রা কিছুটা কম থাকলেও দুপুরে তাপমাত্রা অধিক বেড়ে যায়। গত দুইদিনে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে।

মাদারীপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক আব্দুর রহমান সান্টু জানান, রোববার (১৬ এপ্রিল) মাদারীপুরের তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। বেশ গরম পড়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভবনা নেই।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।