ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় এফজিডি (এ্যাশ ক্লিয়ারেন্স প্লান্ট) থেকে পড়ে ব্রিজেশ কুমার ভার্মা (৩২) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।  

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২৮ মিটার উপরের প্লাটফর্মে কাজ করা অবস্থায় অবসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন  ব্রিজেশ কুমার ভার্মা।

পরে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ব্রিজেশ কুমার ভার্মা ভারতের উত্তর প্রদেশের ফয়জাবাদ জেলার হারদাই লালপুর এলাকার রাম প্রতাপ ভার্মার ছেলে। তিনি রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, পা পিছলে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।