ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ইয়াবা-গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
মাগুরায় ইয়াবা-গাঁজাসহ আটক ৩ প্রতীকী ছবি

মাগুরা: মাগুরায় পৃথক অভিযানে ২০০টি ইয়াবা ও ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে জেলা সদর উপজেলার বরুনাতৈল মধ্যপাড়া ও ছোট খালিমপুর পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের দুলাল মোল্ল্যার ছেলে মো. শরিফুল ইসলাম (২৮), ছোট কাদিরাবাদ গ্রামের শওকত মোল্ল্যার ছেলে মো. নজরুল ইসলাম (৪৫) ও ছোট খালিমপুর গ্রামের শাহদাত বিশ্বাসের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৫)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা সদর উপজেলার পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বরুনাতৈল এলাকা থেকে ২০০টি ইয়াবাসহ শরিফুল ও নজরুলকে ও ৮০০ গ্রাম গাঁজাসহ শহিদুলকে আটক করা হয়। এদের মধ্যে শহিদুলের নামে ঝিনাইদহ জেলায় ৩ কেজি গাঁজসহ মাদক আইনে মামলা রয়েছে।

এছাড়া আটক তিনজনের নামে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।