ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
মাদারীপুরে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৩

মাদারীপুর: মাদারীপুরে নির্মানাধীন দেয়াল ধসে আইরিন আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত আইরিন আক্তার ওই এলাকার আউয়াল মিয়ার মেয়ে ও স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, আইরিন তার বন্ধুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় রাজ্জাক হাওলাদারের নির্মাণাধীন দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায় আইরিন ও তার তিন বন্ধু। হঠাৎ দেয়ালটি ধসে পড়লে চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাওলীন আফরোজ বলেন, রক্তাক্ত অবস্থায় আইরিন নামে এক শিশুকে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় তীব্র আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, নির্মাণাধীন দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।