ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাবতলীতে ৩০০০ ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, এপ্রিল ১২, ২০২৩
গাবতলীতে ৩০০০ ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার ইয়াবা

ঢাকা: রাজধানীর গাবতলীতে তিন হাজার ইয়াবাসহ দুইজন বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- স্বপন ওরফে রতন বর্মন ও মো. আনোয়ার হোসেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, টার্মিনালের এসবি লিংক বাস কাউন্টারের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ স্বপনকে গ্রেফতার করা হয়। পরে গাবতলীর আইএফসি ব্যাংকের সামনে অপর এক অভিযানে আনোয়ার হোসেনকে আরও ১ হাজার ৫০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় পৃথক দু’মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।