ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে যুদ্ধাপরাধী নিজামুল হক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
রাজধানীতে যুদ্ধাপরাধী নিজামুল হক গ্রেপ্তার গ্রেফতার যুদ্ধাপরাধী নিজামুল হক

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত যুদ্ধাপরাধী নিজামুল হক মিয়া ওরফে লুৎফর রহমান ওরফে লুতু মোল্লাকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপি সিটিটিসি'র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।  

সোমবার (১০ এপ্রিল) ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত এ আসামি বিভিন্ন সময় বিভিন্ন স্থান পরিবর্তন করত। যার কারণে তাকে ধরা একটু কষ্টকর হয়ে উঠে। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ধরা হয়েছে।

আসামিকে আদালতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।