ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সাঁতার কাটতে গিয়ে  শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
যশোরে সাঁতার কাটতে গিয়ে  শিশুর মৃত্যু

যশোর: যশোরে অভয়নগর ভৈরব নদে সাঁতার কাটতে গিয়ে সারাফাত হোসেন (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে নওয়াপাড়া শিকিরহাট এলাকার শেখ অটো রাইসমিল সংলগ্ন নদে এ ঘটনা ঘটে।

 

সারাফাত হোসেন শুভরাড়া গ্র্রামের রিজাউল ইসলামের শেখের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সারাফাতসহ তার বন্ধুরা গোসল করতে নেমে সাঁতার কাটা শুরু করে। একপর্যায়ে তারা শেখ অটো রাইসমিলের সন্নিকটে অবস্থান করা একটি বালুবাহী জাহাজে উঠে লাফ দিয়ে পানিতে নেমে ফিরে আসছিল। তবে, অন্যরা ফিরতে সক্ষম হলেও সারাফাত ডুবে যায়।  

বিষয়টি নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সংবাদ দিলে ডুবুরি দল এসে দীর্ঘ ৪ ঘন্টা পর মৃতদেহটি উদ্ধার করে।

অভয়নগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার টিটব শিকদার বলেন, ঘটনাটি জানতে পেরই খুলনা থেকে ডুবুরি দলকে খবর দিয়ে নিয়ে এসে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়, তবে আগেই শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ সময় : ০০৩২ তারিখ: ০৭ এপ্রিল ২০২৩

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।