ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরের চিত্রলেখার মোড় এলাকায় বাজার তদারকি অভিযানে সেমাই কারখানাসহ চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখে অসামঞ্জস্য থাকায় মেট্রো ব্রেড অ্যান্ড লাচ্ছা সেমাইকে ২০ হাজার, জন্মদিনের কেকে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় আলী বেকারিকে ৫ হাজার জরিমানা করা হয়। এছাড়া হাকিমপ্লাজাতে অতিরিক্ত মুনাফায় পাঞ্জাবি বিক্রির দায়ে এবং সঠিকভাবে ক্রয় ভাউচার প্রদর্শন না করতে পারায় নূর পাঞ্জাবিকে ৫ হাজার, পাঠান পাঞ্জাবিকে ২ হাজারসহ ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন। ভোক্তার স্বার্থ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।