ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরিরামপুরে নকল প্রসাধনী বিক্রি, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
হরিরামপুরে নকল প্রসাধনী বিক্রি, জরিমানা

মানিকগঞ্জ: অবৈধ ও নকল প্রসাধনী বিক্রি করার দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে সায়িম কসমেটিকস নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ঝিটকা বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।  

এ সময় মেয়াদোর্ত্তীন ওষুধ বিক্রির দায়ে অমিত ফার্মেসি চার হাজার ও মহব্বত মেডিকেল হলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে  সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ ধ্বংস করা হয়েছে। অভিযান শেষে ঝিটকা বাজার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রমজান মাসে অবৈধ মজুদ রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ও মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।