ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তিন ঘণ্টা পরেও জ্বলছে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
তিন ঘণ্টা পরেও জ্বলছে আগুন

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন তিন ঘণ্টা পরেও দাউ দাউ করে জ্বলছে। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ, বিমান ও সেনাবাহিনী। ঘটনাস্থলের উপরে বিমান বাহিনীর হেলিকপ্টার টহল দিতে দেখা যাচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে বঙ্গবাজারের চারপাশ দিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাতাসের কারণে আগুন দ্রুতই আশেপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়েছে।

বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। ভবনটি ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।

বঙ্গবাজারে আগুন লাগার পর আশপাশের মার্কেটগুলো থেকে ব্যবসায়ীরা যে যার মতো মালামাল বের করার চেষ্টা করছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।