ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া: বগুড়া সদর উপজেলায় অনুমোদনহীন ও নকল প্রসাধনী বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের নিউমার্কেট ও চুড়িপট্টি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ঈদকে সামনে রেখে বগুড়া শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে প্রসাধনীর দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় নিউমার্কেটের শাহ বিপণিকে অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে ২০ হাজার ও চুড়িপট্টিতে মা স্টোরকে নকল প্রসাধনী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটির মালিক জরিমানার টাকা পরিশোধ করেন।  

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।