ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরা-কাশিমপুরে অপহরণ ও ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
উত্তরা-কাশিমপুরে অপহরণ ও ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার 

ঢাকা: অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব-১-এর সদস্যরা। রাজধানীর উত্তরা এবং গাজীপুরের কাশিমপুরে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলের- মো. নুরুজ্জামান ওরফে নুরু (২৫) এবং মো. ওছমান আলী (৩০)।

রোববার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরে ও গাজীপুরের কাশিমপুর জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গ্রেফতার নুরু রংপুর জেলার মৃত আজগর আলীর ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

অপর এক অভিযানে রোববার রাতে গাজীপুরের কাশিমপুর থানাধীন কাশিমপুর জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারী মো. ওছমান আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওছমান নীলফামারী জেলার মো. খোশবুল আলমের ছেলে। অভিযানে তার কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ দুই হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।  

এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন গ্রেফতার দুই আসামি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান নোমান আহমদ।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসজেএ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।