ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিশ্ব অটিজম দিবসে হুইল চেয়ার পেল ৯ প্রতিবন্ধী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বাগেরহাটে বিশ্ব অটিজম দিবসে হুইল চেয়ার পেল ৯ প্রতিবন্ধী

বাগেরহাট: বাগেরহাটে বিশ্ব অটিজিম দিবসে ৯ প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।  

রোববার দুপুরে (২এপ্রিল) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রতিবন্ধীদের কাছে চেয়ার হস্তান্তর করেন।

বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

এর আগে "রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব অটিজমদিবস উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।