ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে গণপিটুনিতে চোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
পিরোজপুরে গণপিটুনিতে চোরের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরে চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনি কবির মৃধা (৩৯)  নামের এক চোরের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৩১ মার্চ) ভোররাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

কবির মৃধা ওই গ্রামের করিম মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত কবির মৃধা ওই রাতের ৩টার দিকে মধ্য বাদুরাগ্রামের পনির মৃধার বাড়িতে চুরি করতে ঘরে ঢোকে। এ সময় ঘরের লোকজন সজাগ হলে তাকে ধরে ফেলে। চোরের সঙ্গে ধস্তাধস্তির সময় চোর তাদের কামড়িয়ে আহত করে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়। পরে এলাকাবাসীর গণপিটুনিতে কবির গুরুতর আহত হয়।  

স্থানীয় দফাদার ও ইউপি মেম্বার কবিরকে আহত অবস্থায় উদ্ধার করে মল্লিকবাড়ি বাসস্ট্যান্ডে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।  

এদিকে, আহত ঘর মালিক পনির ও তার স্ত্রী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান জানান, কবির একজন পেশাদার সিঁদেল চোর। ঘটনাস্থল থেকে চুরিতে ব্যবহৃত শাবল, ছুড়িসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে পুলিশ।  

তার বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট ও ইন্দুরকানী থানায় একাধীক সিঁদেল চুরির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।