ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ার শিবগঞ্জে সার-বীজ পেলেন ২ হাজারের বেশি কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
বগুড়ার শিবগঞ্জে সার-বীজ পেলেন ২ হাজারের বেশি কৃষক

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট ও উফসী আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রন্তিক ও মাঝারি কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে। এ কর্মসূচীর আওতায় মোট ২ হাজার ১০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯০০ জন পাট চাষি ও ১ হাজার ২০০ জন আউশ ধান চাষিদের হাতে এসব সার ও বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহসিনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসাররা।

এ সময় প্রান্তিক কৃষকদের মধ্যে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।