ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় রেজাউল ইসলাম (৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকসহ পাঁচজন।

বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারের ফকিরপাড়া গ্রামের আহমেদ আলী মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার থেকে অটোরিকশায় করে কুড়িগ্রামের কাঁঠাল বাড়ি যাচ্ছিলেন রেজাউল। পথে  বিপরীত থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকটিকে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিহাট ও কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রেজাউল ইসলামের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।