ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

 

বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই মোল্লা বাড়ির ওসমান গণির ছেলে হাসিবুল মোল্লা (১১) ও তেলিখালী ইউনিয়নের এসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ আলী (১০)। তারা দু’জনই প্রাইমারি বিদ্যালয়ের ছাত্র।  সম্পর্কে দু’জন মামা-ভাগ্নে। আলী ঢাকায় পড়াশোনা করতো।

আলীর নানা হালিম মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে খালে গোসল করতে যায় হাসিবুল ও আলী। ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন তাদের খোঁজ শুরু করে।

একপর্যায়ে খাল থেকে শিশু দু’টিকে নিথরাবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক দু’জনকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।