ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই

ভোলা: ভোলা শহরের সদর রোডের একটি মার্কেটে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত ১টার দিকে নবারুন সেন্টারের বিপরীত পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে একটি টিভি সার্ভেসিংয়ের দোকান, একটি মোবাইল ফোনের ও একটি গার্মেন্টস দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. সুমন জানান, বৈদেতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রথমে একটি দোকানে আগুন লাগলে ব্যবসায়ীরা তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির তালিকা এখনও তৈরি করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।