ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজার থেকে ধর্ষণ মামলার আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আড়াইহাজার থেকে ধর্ষণ মামলার আসামি আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

সোমবার (২৭ মার্চ) রাতে আড়াইহাজার থানাধীন তিলচন্দ্রদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কাহেন্দি এলাকার আফছারের ছেলে আসামি ফয়সালকে (২৯) আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ২২ মার্চ ভিকটিম (১৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন কাহেন্দি গ্রামে তার ভাড়া বাসায় শুয়ে ছিলেন। তখন আসামি ফয়সালের সহায়তায় সঙ্গীয় আসামি সেলিম ভিকটিমের ঘরের টিনের দরজা ভেঙে প্রবেশ করে। এরপর ফয়সাল ও তার অন্যান্য সঙ্গীয়দের সহায়তায় আসামি সেলিম ভিকটিমকে হাত-পা বেঁধে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর আটক আসামি ফয়সাল ও সঙ্গীয় পলাতক আসামিরা ভিকটিমকে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।

ওই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।