ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় রশিদুল ইসলাম (১৯) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখ রেললাইনে (পিলার নং- ৩৯০/২-৪) কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত রশিদুল ইসলাম ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের মেহশমারী (নবীপুর) এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল আলম স্থানীয়দের বরাতে জানান, সোমবার সকালে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। রশিদুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে নিজের খেয়ালে লাইন ধরে হাটার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি ওই লাইনে যাচ্ছিল। ট্রেনটি অনেকবার হর্ণ দিলেও তিনি তা শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।