ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
টাঙ্গাইলে নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

 

রোববার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলো- উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। সুজয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ও লিখন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।  

জানা যায়, তারা কয়েকজন বন্ধুসহ বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে গিয়েছিল। সুজয় সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তখন তাকে বাঁচাতে লিখন এগিয়ে গেলে সেও পানিতে তলিয়ে যায়। পরে নদীতে গোসল করতে যাওয়া স্থানীয়রা তাদের পানি থেকে উদ্ধার করে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত জানান, দুই ভাইকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।