ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

খাগড়াছড়ি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে দুস্থ-অসহায়দের মধ্যে নগদ টাকা, ঘর নির্মাণ সামগ্রী, এতিমখানার জন্য সিলিং ফ্যান ও আত্মনির্ভরশীল কাজের জন্য সেলাই মেশিন বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান।

একই সঙ্গে পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ ও পার্বত্য অঞ্চলে বসবাসরত ১৫০টি পরিবারকে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইনসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ